ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ডায়মন্ড হারবারে জিতলেন অভিষেক, হুগলীতে অভিনেত্রী লকেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, মে ২৩, ২০১৯
ডায়মন্ড হারবারে জিতলেন অভিষেক, হুগলীতে অভিনেত্রী লকেট অভিষেক বন্দ্যোপাধ্যায় ও লকেট চ্যাটার্জি

কলকাতা: দক্ষিণ ২৪পরগনার ডায়মন্ড হারবার কেন্দ্রটি নিজেদের দখলে রাখলো তৃণমূল কংগ্রেস। সরকারিভাবে ঘোষণা না হলেও বেসরকারি ফলে বিপুল ভোটে এবারও এই আসন থেকে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২ লাখ ২০ হাজারের বেশি ভোটে তিনি হারিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী ফুয়াদ হালিমকে।

২০১৪ ও ২০০৯ সালের লোকসভা নির্বাচনেও এই আসন ছিল তৃণমূলের দখলে।

২০০৯ সালে এই আসন থেকে তৃণমূল ১ লাখ ৫১ হাজার ভোটে জয় লাভ করেছিল।  
 
অপরদিকে হুগলী লোকসভা কেন্দ্র থেকে বিজেপির তারকা প্রার্থী লকেট চ্যাটার্জি জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের ড. রত্না দে নাগকে পরাজিত করেন তিনি। ২০১৪ সালে ১ লাখ ১৪ হাজার ৪৪ ভোটে এই আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস।  

এরমধ্যেই কলকাতায় বিজেপি অফিসে শুরু হয়েছে উৎসব। চলছে আবির খেলা ও লাড্ডু বিতরণ। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় নিজেকে ঘরে আবদ্ধ করে রেখেছেন। জয়ী সংসদ সদস্যদেরও আসতে না করে দিয়েছেন। ফাকা মমতার বাড়ি কালিঘাটের রাস্তাও।   

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ২৩ মে, ২০১৯
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।