ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

বিদ্যাসাগরের মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করলেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, জুন ১২, ২০১৯
বিদ্যাসাগরের মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করলেন মমতা

কলকাতা: কলকাতায় ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ভেঙে যাওয়া মূর্তি পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই মঙ্গলবার (১১ জুন) হেয়ার স্কুলে বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করেন তিনি। একইসঙ্গে কলকাতার বিদ্যাসাগর কলেজের ভেঙে যাওয়া মূর্তিরও পুনরায় প্রতিষ্ঠা করেন তিনি। সেই অনুষ্ঠানেও মূর্তি ভাঙা নিয়ে ফের একবার ক্ষোভ ঝরে পড়লো তার বক্তব্যে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘বিদ্যাসাগরের মূর্তি ভাঙা দুঃখজনক।’

এদিন মূর্তি উন্মোচনের পর বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাকে ফের একবার বাংলার সংস্কৃতির উপর আঘাত বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।  

তিনি বলেন, ‘মূর্তি ভেঙে বিদ্যাসাগরকে ভোলানো যাবে না।

মূর্তি ভেঙে বর্ণপরিচয় মোছা যাবে না। ’

একইসঙ্গে বিদ্যাসাগরের আরও চারটি ব্রোঞ্জের মূর্তি গড়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মূর্তি ভাঙার রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না'।

মুখ্যমন্ত্রী বলেন, ভারতের অন্য রাজ্যে লেনিন, মার্কস, পেরিয়ারের মূর্তি ভেঙেছে। তারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙবে, স্বাভাবিক। অভিযোগের সুরে মমতা বলেন, বাংলা নিয়ে অপপ্রচার করছে বিজেপি।  

মমতা বলেন, পশ্চিমবঙ্গকে অশান্ত বানাবার ছক কষছে বিজেপি। গুজরাটের মানুষকে ভালোবাসি। কিন্তু দাঙ্গাবাজদের ভালোবাসি না।  

তিনি অভিযোগ করে বলেন, গুণ্ডামি করে মূর্তি ভাঙলো বিজেপি আর দোষ দেওয়া হচ্ছে তৃণমূলকে।

গত ১৪ মে কলকাতায় বিজেপি নেতা তথা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো চলাকালীন উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার কলেজ স্ট্রিট ও বিধান সরণি এলাকা। সে সময় একদল উন্মত্ত দুষ্কৃতি বিদ্যাসাগর কলেজে ঢুকে ভেঙে দেয় ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। এই মূর্তি ভাঙার ঘটনাকে কেন্দ্র করেই লোকসভা ভোটের শেষ দফার আগে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, জুন ১২, ২০১৯
বিএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।