ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

আষাঢ়েও বর্ষার দেখা নেই পশ্চিমবঙ্গে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
আষাঢ়েও বর্ষার দেখা নেই পশ্চিমবঙ্গে রোদ থেকে বাঁচতে ছাতা মাথায় পথচলা

কলকাতা: ভরা আষাঢ়েও পশ্চিমবঙ্গের সমতলে বর্ষার দেখা নেই। উল্টো রয়েছে তাপমাত্রা বাড়ার আশঙ্কা। সব রেকর্ড ভেঙে এ বছর দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে ২১ জুন (শুক্রবার)।

কিন্তু এত দেরিতে পা রেখেও দক্ষিণবঙ্গের উপর সদয় হচ্ছে না প্রকৃতি। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বেশিরভাগ সময়েই তপ্তরোদে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলো।

আবহাওয়া অধিদপ্তর এখনও জানাতে পারছেন না, ঠিক কবে থেকে পশ্চিমবঙ্গে আসবে বর্ষা।

এদিকে বিভিন্ন বাঁধের জল তলানিতে এসে ঠেকেছে। পশ্চিমবঙ্গের নদীগুলোর জলের স্তর অনেকটাই নেমে গেছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় চাষের কাজে এরইমধ্যে যথেষ্ট ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। অনেক ক্ষেত্রে চাষিরা চারা লাগালেও জলের অভাবে সেগুলো মাঠেই মরে যাচ্ছে।

আবহাওয়া অফিস সূত্রে খবর, সমতলে বেশ গরম চলবে। আগামী কয়েক দিনে আরও বাড়বে তাপমাত্রা। বজায় থাকবে আর্দ্রতাজনিত তীব্র অস্বস্তিও।

অন্যদিকে পশ্চিমবঙ্গের পাহাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।