ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

গাঁজা বাগান আগুনে পুড়িয়ে দিল পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
গাঁজা বাগান আগুনে পুড়িয়ে দিল পুলিশ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় এক হাজারের বেশি গাঁজা গাছ কেটে আগুনে পুড়িয়ে দিয়েছে পুলিশ। শনিবার (২২ জানুয়ারি) গাঁজা বিরোধী অভিযানে নেমে ত্রিপুরার খোয়াই জেলার কল্যাণপুর থানা এলাকায় এ কাজ করে তারা।

পুলিশ জানিয়েছে, পুড়িয়ে দেওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ রুপির বেশি।

এদিন দুপুরে কল্যাণপুর থানাধীন তুইপাথরের লক্ষ্মণচন্দ্র পাড়া ও দক্ষিণ ঘিলাতলীর পাল পাড়ার গভীর জঙ্গলে অভিযান চালিয়ে দুটি গাঁজা বাগান কেটে আগুনে পুড়িয়ে দেয়। অভিযানে নেতৃত্ব দেন খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ কর্মকর্তা স্বপন দেববর্মা।

তিনি জানান, আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০২২
এসসিএন/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।