ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফুরিয়ে গেল ১০ লাখ ৭০ হাজার আইফোন ফোর

সিজারাজ জাহান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, জুন ৩০, ২০১০
ফুরিয়ে গেল ১০ লাখ ৭০ হাজার আইফোন ফোর

অ্যাপল আইফোন ফোর বিশ্ব বাজারে অবমুক্ত হওয়ার পর বেশকিছু সমস্যা সৃষ্টি হলেও ভোক্তারা পণ্যটি থেকে মুখ ফিরিয়ে নেয়নি। অ্যাপল সূত্র জানিয়েছে, উন্মুক্ত হওয়ার প্রথম তিনদিনেই ১০ লাখ ৭০ হাজার আইফোন ফোর বিক্রি হয়ে গেছে।



এ মূহুর্তে আইফোন ফোর বিশ্বের সবচেয়ে আলোচিত পণ্যের তালিকায় আছে। উল্লেখ্য, গত ১৬ জুন পর্যন্ত আইফোন এর অগ্রিম অর্ডার ছিল ৬ লাখ। যা অ্যাপলের পণ্য নির্মাণ সময়ে যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করেছে। তাই বোঝার অপেক্ষা রাখেনা পণ্যটির প্রতি ভোক্তাদের আগ্রহের মাত্রা। অ্যাপল এর প্রধান নির্বাহী স্টিভ জবস জানান, প্রত্যাশিত পণ্যটির সরবরাহ এ মুহুর্তে চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে বহু উৎসুক ভোক্তাই অপেক্ষায় থেকেও পণ্যটি হাতে পায়নি।

আইফোন সম্পর্কিত প্রতিবেদনে প্রকাশ করা হয়, আইফোন ফোর সংস্করণের সিগন্যাল সমস্যা, প্রদর্শনী পর্দার রেটিনায় অবাঞ্চিত দাগ ও অন্য সব সমস্যা থাকলেও প্রতিনিয়তই ভোক্তাদের অটুট বিশ্বাস থাকছে। তাছাড়া সরবরাহের তুলনায় বেশি অগ্রিম অর্ডার হওয়ায় ভোক্তারা পণ্যটি অচিরেই হাতে পাচ্ছেনা। আইফোন ফোর বিপণনের এ মুহুর্তের খতিয়ার অপ্রত্যাশিত।

এ মুহুর্তে ভারতীয় প্রতিষ্ঠান এয়ারটেল এবং ভোডাফোন সূত্র জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের শেষভাগে তারা যৌথভাবে ভারতের বাজারে আইফোন ফোর অবমুক্ত করবে। তবে অনেকেই খবরটিকে গুজব হিসেবে বিবেচনা করছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪২০ ঘণ্টা, জুন ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।