ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশেষ সুযোগে আউটসোর্সিং প্রশিক্ষণ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৩
বিশেষ সুযোগে আউটসোর্সিং প্রশিক্ষণ

দেশি তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিআইবিএমটি আউটসোর্সিং কর্মশালার আয়োজন করা হয়েছে। এখন পঞ্চম ব্যাচের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।



তিন মাসের এ প্রশিক্ষণে ওয়েব ডিজাইন, এসইও, ব্লগিং, অ্যাফিলিয়েটেড মার্কেটিং এবং গুগল অ্যাডসেন্সের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।

এ ছাড়াও সঠিকভাবে বিড করার কৌশল, কাজ পাওয়ার পদ্ধতি, কাজ পাওয়ার পর কিভাবে বায়ারদের অ্যাকাউন্টে আপলোড করতে হবে এবং আয়ের টাকা দেশে আনার পদ্ধতি বিষয় বাস্তবিক প্রশিক্ষণ দেওয়া হয়। সফল প্রশিক্ষণপ্রাপ্তদের আউটসোর্সিং কাজের জন্য সহায়তা করা হবে বলে উদ্যোক্তা সূত্রে জানানো হয়।

অনুসন্ধানে: বাংলাদেশ ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, ১৯/সি/৬, এন. ইসলাম টাওয়ার, চতুর্থ তলা, রিং রোড, মোহাম্মদপুর। হ্যালো: ০১৭৬৬ ৯২৪৭০০।

বাংলাদেশ সময় ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।