ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উইকিপিডিয়া ফিরে পেল স্বাভাবিক গতি

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১০
উইকিপিডিয়া ফিরে পেল স্বাভাবিক গতি

বিশ্বের অন্যতম ডিজিটাল তথ্যভান্ডার উইকিপিডিয়া এখন শঙ্কামুক্ত। ৫ জুলাই দিনের শুরুতে সাইটে কারিগরি সমস্যা দেখা যায়।

ফলে সাইটটি ধীরগতিসম্পন্ন হয়ে পড়ে। এ মূহুর্তে সাইটটি স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছে বলে উইকিপিডিয়া সূত্র নিশ্চিত করেছে।

উইকিপিডিয়ার সহসভাপতি লিম উয়েত জানান, ৫ জুলাই দিনের শুরুতে ফ্লোরিডায় অবস্থিত সাইটের তথ্যকেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি অকেজো হয়ে পড়ে। ফলে তাপমাত্রা অতিরিক্ত হওয়ায় তথ্যকেন্দ্রের কেন্দ্রীয় সার্ভার খুবই ধীরগতিতে কাজ করতে থাকে। এ মুহুর্তে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে লিম উয়েত তার টুইটার প্রোফাইলে উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০০১ সালে আমেরিকার অধিবাসী জিমি ওয়ালস সর্বপ্রথম উইকিপিডিয়া উন্মোচন করেন। উইকিপিডিয়া উন্মোচনে তার প্রধান লক্ষ্য ছিল বিশ্বের সব তথ্য সংরক্ষণের ডিজিটাল তথ্যকেন্দ্র তৈরি করা। এ মূহুর্তে বিশ্বের ইন্টারনেট ভোক্তাদের দেওয়া তথ্যেয় স্বয়ংসম্পূর্ণ ডিজিটাল তথ্যকেন্দ্রে হয়ে উঠেছে উইকিপিডিয়া। তবে মাঝেমধ্যে অসংলগ্ন তথ্য যুক্ত করায় বেশ সমালোচনাও কুঁড়িয়েছে উইকিপিডিয়া।  

বাংলাদেশ স্থানীয় সময় ১৩৫৫ ঘণ্টা, জুলাই ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।