ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৪ হাজারে ২১ ইঞ্চি এলইডি মনিটর

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৩
১৪ হাজারে ২১ ইঞ্চি এলইডি মনিটর

সুপরিচিত ফিলিপস ব্র্যান্ডের পরিবেশবান্ধব এলইডি মনিটর এখন দেশের বাজারে। মূল পর্দা ২১ ইঞ্চি।

এ ব্র্যান্ডের বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।

নান্দনিক ডিজাইন, ছবি আর স্পষ্ট শব্দের ‘২২৭ইএলএইচএসইউ’ মডেলের ফুল এইচডি মনিটরের রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। ভিউ অ্যাঙ্গেল ১৭৬ বাই ১৭০।

এতে আছে ১.৫ ওয়াটের দুইটি বিল্টইন স্পিকার। টাচ কন্ট্রোল মেনু বাটনে স্পর্শ করার দু সেকেন্ডের মধ্যেই পর্দায় ছবি ভেসে ওঠে। সংযোগের ক্ষেত্রে মনিটরটি এইচডিএমআই, ডিভিআই এবং ভিজিএ ছাড়াও প্রচলিত সব ধরনের পোর্টই সমর্থন করে।

থাকছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। এ মুহূর্তে মনিটরের দাম ১৪ হাজার ৫০০ টাকা। আগ্রহীরা (www.computersourcebd.com/philips) এ সাইটে বিস্তারিত তথ্য পাবেন। হ্যালো: ০১৭৩০ ৩০৩৬৯৬। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটির মার্কেট ছাড়াও দেশের বিভিন্ন কম্পিউটার মার্কেটে এ মনিটর পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ১৯১৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।