এবার হ্যাক হলো অ্যাপল এর আইটিউনস অ্যাকাউন্ট। হ্যাক হওয়ার পর গ্রাহকদের নামে হ্যাকাররা সফটওয়্যার, ভিডিও এবং সঙ্গীত ক্রয় করছে।
উল্লেখ্য, অ্যাকাউন্টগুলো পেপল এর সঙ্গে যুক্ত। এখন অ্যাপল এবং পেপল তার গ্রাহকদের নিয়ে পড়েছে বিপাকে। বিশেষজ্ঞদের মতে, আইটিউন অ্যাকাউন্ট নিরপত্তায় তেমন কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেই।
হ্যাকিংয়ের শিকার একজন বলেছেন, তার অ্যাকাউন্ট হ্যাক করে এক হাজার ডলার মূল্যের সফটওয়্যার, ভিডিও এবং সঙ্গীত ক্রয় করা হয়েছে। অন্যদিকে আরেকজন গ্রাহক জানিয়েছেন, তার অ্যাকাউন্ট হ্যাক করে চার হাজার ৭০০ ডলারের সফটওয়্যার, ভিডিও ও সঙ্গীত ক্রয় করা হয়েছে।
এ মুহূর্তে প্রতিষ্ঠান দুটির কাছ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যাচ্ছে না। তবে আইটিউনসে নতুন নিরাপত্তা কাঠামোর ব্যবস্থা করা হচ্ছে বলে অ্যাপল সূত্র জানিয়েছে। অন্যদিকে আইটিউনস গ্রাহকদের দ্রুতই তাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০