ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘জিরো টু ইনফিনিটি নিউরোচ্যালেঞ্জ’র তৃতীয় পর্ব অনুষ্ঠিত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪
‘জিরো টু ইনফিনিটি নিউরোচ্যালেঞ্জ’র তৃতীয় পর্ব অনুষ্ঠিত

দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘নিউরোচ্যালেঞ্জ কুইজ প্রতিযোগিতার’ উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষ বিজ্ঞান সাময়িকী জিরো টু ইনফিনিটি।

যারই ধারাবাহিকতায় বুধবার জামালপুর জিলা স্কুলে অনুষ্ঠিত হয় ‘জিরো টু ইনফিনিটি নিউরোচ্যালেঞ্জ’র তৃতীয় রাউন্ড।

তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এবং জামালপুর জিলা স্কুল ডিবেট ক্লাবের সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে স্কুলের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার, বিশেষ অতিথি লেফটেন্যান্ট শাহ আলম উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করেন। এ সময় জামালপুর জিলা স্কুলের ডিবেট ক্লাবের মডারেটর হিশাম আল মহান্নাভ এবং বিশ্বজিৎ কুমার সোমসহ  শিক্ষক,  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্কুল রাউন্ডে বিজয়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় সহ ১০ জনকে ন্যাশনাল রাউন্ডে অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড দেওয়া হয়।

পুরস্কার বিতরণী শেষে শিক্ষার্থীরা জানায়, এরকম আয়োজন তাদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ জন করে বিজয়ী মোট ১০০০ জন শিক্ষার্থীকে নিয়ে জিরো টু ইনফিনিটি নিউরোচ্যালেঞ্জের ন্যাশানাল রাউন্ড অনুষ্ঠিত হবে। ন্যাশানাল রাউন্ডে বিজয়ীরা দেশ সেরা বিউটিফুল মাইন্ডসের স্বীকৃতি পাবে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।