ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ধানমন্ডীস্থ ক্যাম্পাসে শুরু হওয়া ‘চতুর্থ আন্তর্জাতিক আইসিটি ফেয়ার ২০১৪’ শীর্ষক মেলার শেষ দিন আজ।
তথ্যপ্রযুক্তিতে উৎসুক তরুণ প্রজন্ম এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে উদ্বুদ্ধ ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এ মেলার আয়োজন করেছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল।
মেলা প্রাঙ্গণে প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে আসুসের সবশেষ প্রযুক্তি-নির্ভর নোটবুক, ট্যাবলেট পিসি, মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, গেমিং পিসি সহ বিভিন্ন পণ্য।
মূলত শিক্ষার্থীদের জন্য মেলায় অন্যান্য আয়োজনগুলো আসুস পণ্য পরিচিতি, গেমিং, প্যাজল গেম, ফেসবুক গেম, কুইজ সহ নানা ব্যবস্থা। কুইজ বিজয়ীদের জন্য রয়েছে দারুণ উপহার।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪