ঢাকা: আইফোন ৬ ও ৬ প্লাস বেঁকে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পরই পতন শুরু হয়েছে অ্যাপলের শেয়ারে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী, ঢাকঢোল পিটিয়ে বাজারে আসা আইফোন দু’টি বাঁকা হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত দশমিক ৮ শতাংশ শেয়ার পতন হয়েছে অ্যাপলের।
তবে, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি আমেরিকান এ প্রতিষ্ঠানটি।
সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে, অনেক পাতলা ও বড় সাইজের আইফোন দু’টি অ্যালুমিনিয়ামের বডির কারণে বাঁকা হয়ে যাচ্ছে। কোনো কোনো ব্যবহারকারী একেবারে নির্দিষ্ট করেই অভিযোগ করছেন, দীর্ঘক্ষণ পকেটে রাখার কারণে স্মার্টফোনটির আকৃতি বেঁকে যাচ্ছে।
আইফোন ৬ ও ৬ প্লাস বাঁকা হয়ে যাওয়ার ভিডিও
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪