অ্যান্ড্রয়েড (জেলি বিন) ৪.২ ওএস নির্ভর নতুন লোনোভো ট্যাব এখন দেশের বাজারে। থ্রিজি সুবিধার এ৭-৫০ মডেলের এই ট্যাবটির পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড।
১.৩ গিগাহার্জ কর্টেক্স-এ৭ কোয়াড-কোর প্রসেসর যুক্ত অত্যাধুনিক এই ট্যাবে (এক সিম) ফোন কলেরও সুবিধা রয়েছে। ৭-ইঞ্চি মাল্টিটাচ্ আইপিএস ডিসপ্লের এ পণ্যে থাকা অন্যান্য বিশেষ্ট্যগুলো ১জিবি র্যাম, ১৬ জিবি ডেটা স্টোরেজ ডিভাইস, ডুয়াল ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, জিপিএস, জি-সেন্সর ফাংশন, ডুয়াল স্টেরিও স্পিকার, মাইক্রো-ইউএসবি ইন্টারফেস, মাইক্রো-এসডি কার্ড রিডার সহ দরকারি সব সুবিধা। ট্যাবটি ইউএসবি ওটিজি সমর্থন করে।
ব্যবহারকারী সর্বোচ্চ ৭ ঘন্টা পর্যন্ত ওয়াই-ফাই মাধ্যমে ব্রাউজিং করতে পারবে।
এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ট্যাবটির দাম ২০ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।