ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্য অধিকার জানার অধিকার দিবসে লক্ষ্মীপুরে আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪
তথ্য অধিকার জানার অধিকার দিবসে লক্ষ্মীপুরে আলোচনা সভা

লক্ষ্মীপুর: আন্তর্জাতিক তথ্য অধিকার জানার অধিকার দিবস উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে শহরে র‌্যালি বের করা হয়।



র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. গোলাম ফারুক ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসাইন ও সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া।

এতে জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।