নীলফামারী: আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে একটি বণার্ঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উন্মুক্ত মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএএম রফিকুন্নবীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন।
বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, সহকারী পুলিশ সুপার (এএসপি) সফিউল ইসলাম ও টিআইবির পরিচালক (গবেষণা) রফিকুল হাসান।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি আয়োজিত দু’দিন ব্যাপী মেলা উদ্বোধন করা হয়।
সরকারি-বেসরকারিসহ বিভিন্ন ৩০টি প্রতিষ্ঠান সেবা কার্যক্রম উপস্থাপন করেছে মেলায়। মেলার প্রথম দিনে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন করেন স্থানীয় শিল্পিরা।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক তাহমিন হক ববি।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, সেপ্টম্বর ২৮, ২০১৪