ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চলতি সপ্তাহে ভারতে জোলো কিউ২১০০

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
চলতি সপ্তাহে ভারতে জোলো কিউ২১০০

ঢাকা: জোলো কিউ২১০০ নামে চলতি সপ্তাহে ভারতের বাজারে একটি হ্যান্ডসেট ছাড়া হচ্ছে। হ্যান্ডসেটটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।



১.৩ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসরে চলবে এ হ্যান্ডসেট। ৫.৫ ইঞ্চি পর্দাবিশিষ্ট হ্যান্ডসেটটির ৠাম এক জিবি। এর অভ্যন্তরীণ ধারণক্ষমতা ৮ জিবি। দুই সিম ব্যবহারের সুবিধাসম্পন্ন এ হ্যান্ডসেটের পর্দায় ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস।

হ্যান্ডসেটটির মূল ক্যামেরা ৮ মেগাপিক্সেল, আর ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল। এর অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের ৪.৪ কিটক্যাট ভার্সন। ব্যাটারির ধারণক্ষমতা ২৮০০ এমএএইচ।

ভারতের বাজারে হ্যান্ডসেটটির মূল্য ধরা হয়েছে ১৩ হাজার ৪৯৯ রুপি।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।