দেশব্যাপী তথ্যপ্রযুক্তি খাতের অধিকতর সম্প্রসারণ, উন্নয়ন ও এর সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ একযোগে কাজ করতে সম্মতি প্রদান করেছেন।
সোমবার বিসিএস কার্যনির্বাহী কমিটি আইসিটি বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদারের সঙ্গে সাক্ষাতকালে সচিবকে সমিতির বর্তমান কার্যক্রম, বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদনকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত পরিকল্পনার বিষয়গুলো অবহিত করেন।
বিসিএস এর মহাসচিব নজরুল ইসলাম মিলন, কোষাধ্যক্ষ কাজী শামসুদ্দিন আহমেদ লাভলু, পরিচালক আলী আশফাক, সমিতির সিলেট শাখা কমিটির চেয়ারম্যান এনামুল কুদ্দুস চৌধুরী, নির্বাহী পরিচালক মো: শাহ আলম সিদ্দিকী এবং আইসিটি বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) শ্যামা প্রসাদ ব্যাপারী এ সময় উপস্থিত ছিলেন।
সরকারের ভিশন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনগোষ্ঠী তৈরি এবং তথ্যপ্রযুক্তি পণ্যের ব্যবহারকে বহুমাত্রিকতায় উন্নীত করে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে বিসিএস এবং আইসিটি বিভাগ নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪