ঢাকা: ‘ভুয়া’ নাম ব্যবহার করে ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছিলেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের এমন প্রায় দু’শ ড্রাগ কুইনের (পুরুষ, নারী রূপে মঞ্চে অভিনয় করেন) অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আসল নামে অ্যাকাউন্ট না খোলায় এ কাজ করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক।
জানা যায়, ড্রাগ কুইনরা তাদের আসল নামে ফেসবুক অ্যাকাউন্ট না খুলে মঞ্চে তারা যে নামে পরিচিত সে নামে অ্যাকাউন্ট খোলেন।
সম্প্রতি লিল মিস হট ম্যাস নামে এক ড্রাগ কুইনের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ফেসবুক। এর পরই বিষয়টি নিয়ে ড্রাগ কুইনদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
তাদের দাবি ‘রিয়েল’ শব্দটি একটি জটিল বিষয়। এছাড়া অ্যাকাউন্টে আসল নামের ব্যবহার তাদেরকে নিরাপত্তার পরিবর্তে ঝুঁকিতে ফেলতে পারে।
অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে ফেসবুক জানায়, আসল নামে অ্যাকাউন্ট না খোলায় এমনটি করা হয়েছে। বিষয়টি নতুন নয়। ব্যবহারকারীকে নিরাপত্তা, হয়রানি, প্রতারণার মতো ঘটনা থেকে সর্তক রাখতেই এমনটি করা হয়েছে।
এদিকে, ফেসবুকের এমন পলিসির বিষয়ে বিক্ষোভ দেখিয়েছেন ড্রাগ কুইনরা। সম্প্রতি তাদের কয়েকজন একত্রিত হয়ে ফেসবুক অ্যাকাউন্ট চালু করে দেওয়ার জন্য স্যান ফ্রান্সিসকোতে ফেসবুক অফিসে যোগাযোগ করেছেন। এ সময় ফেসবুক তাদের আসল নাম ব্যবহারের পরামর্শ দেয়। নতুবা অ্যাকাউন্ট চালু হবে না বলে জানায়।
এমন পরিস্থিতিতে আলোচনা চালিয়ে গেলেও আসছে সপ্তাহে ফের বিক্ষোভ করার কথাও ভাবছেন ড্রাগ কুইনরা।
আসল নাম ব্যবহারের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার জন্য ‘রিয়েল নেম পলিসি’ নামে একটি পলিসি রয়েছে ফেসবুকের।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪