দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টে (বিআইটিএম) অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এএসপি ডটনেট, সি শার্পের ৫০তম ব্যাচের ক্লাস শুরু হয়েছে।
বিআইটিএম’র প্রকল্প পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, প্রধান প্রশিক্ষক জহিরুল আলম তাইমুন, উপদেষ্টা মো. ফকরুজ জামানসহ প্রতিষ্ঠানের অন্যান্য প্রশিক্ষকরা উপস্থিত থেকে ব্যাচটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) কোষাধ্যক্ষ ও বিআইটিএমের দায়িত্বপ্রাপ্ত পরিচালক শাহ ইমরাউল কায়ীশ বলেন, “দেশের দক্ষ জনশক্তি তৈরিতে বিআইটিএম অগ্রণী ভূমিকা পালন করছে। যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার তথ্যপ্রযুক্তি নির্ভর প্রশিক্ষিত জনবল তৈরি করছে বিআইটিএম।
শুধুমাত্র ওওপি ডটনেটের ৫০টি ব্যাচে দেড় হাজারের অধিক লোককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ধরণের কার্যক্রমের ধারাবাহিকতা আগামীতেও থাকবে আশাবাদ করেন শাহ ইমরাউল কায়ীশ।
প্রতিষ্ঠানের এই(bitm.org.bd) ওয়েবসাইেট বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪