সরকার প্রস্তাবিত বাল্যবিবাহ আইনে মেয়েদের বয়স ১৬ করার সিদ্ধান্তকে পুনর্বিবেচনায় নিতে নট সিক্সটিন (not16) শীর্ষক অনলাইন ক্যাম্পেইন শুরু করেছে জাতীয় শিশু টাস্ক ফোর্সের (এনসিটিএফ) সামাজিক মাধ্যম বিভাগ।
এনসিটিএফ সোশ্যাল মিডিয়ার আয়োজনে মঙ্গলবার বাংলাদেশ প্লান আন্তর্জাতিকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় অনলাইন ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা।
এতে ২৫ জন শিশু ও তরুন অংশগ্রহণ করে। এ সময় কর্মসূচির পরবর্তী করণীয় নির্ধারন করা হয়। বাংলাদেশ প্লান আন্তর্জাতিকের উপদেষ্টা সৈয়দ মতলুবুর রশিদ, প্রশিক্ষন ব্যবস্থাপক সৈয়দা হুসনে কাদেরী, সেভ দ্য চিলড্রেনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মীর রেজাউল করিম সহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এনসিটিএফ সোশ্যাল মিডিয়ার সদস্য শাদমান সাকিব বলেন, বাল্যবিবাহ আইনে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৬ করার উদ্যোগ বাংলাদেশের মত দেশের জন্য সঠিক নয়। তাই ‘নট সিক্সটইন ক্যাম্পেইন’ শুরু করেছি । আমাদের লক্ষ্য দেশের নীতি নির্ধারকদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের অধিকাংশ মানুষকে সম্পৃক্ত করা।
উল্লেখ্য, এনসিটিএফ এর ওয়েবসাইটে (nctfbd.com/not16) এবং ফেসবুকে #not16 হ্যাশট্যাগের মাধ্যমে যে কেউ ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন । এরপর ক্যাম্পেইনের মুল অংশ প্রতিবেদন আকারে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।
ক্যাম্পেইনে সহযোগিতা করছে বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশে সেভ দ্য চিলড্রেন, প্লান আন্তর্জাতিক এবং ওয়ার্ল্ড ভিশন।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৪