ঢাকা: প্রথমবারের মতো ভারতের বাজারে নিজেদের তৈরি হ্যান্ডসেট ছাড়তে যাচ্ছে রাশিয়ার মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান যোতাফোন। হ্যান্ডসেটের দুই পর্দার জন্য রাশিয়ান প্রতিষ্ঠানটি বেশ জনপ্রিয়।
এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি দু’টি স্মার্টফোন বাজারে ছেড়েছে। প্রথম স্মার্টফোনটি গত বছর বাজারে ছাড়া হয়। এরপর বিশ্ববাজারে প্রথম সরবরাহ শুরু হয় গত বছরের ডিসেম্বরে।
নতুন স্মার্টফোনের বিষয়ে যোতাফোন জানায়, ভারতের বাজারে ছাড়তে যাওয়া ফোনটি আগের স্মার্টফোনের চেয়ে আরও বেশি ‘কর্মক্ষম ও ইন্টারেক্টিভ’। স্মার্টফোনটির সফটওয়্যার ও ফিচারে নতুনত্ব থাকছে।
ঠিক কবে নাগাদ ভারতের বাজারে স্মার্টফোনটি ছাড়া হবে তা নির্দিষ্ট করে বলা না হলেও মনে করা হচ্ছে দু’য়েক মাসের মধ্যেই ভারতীয় গ্রাহকরা এটি হাতে পাবেন। এরপর চলতি বছরের শেষ দিকে ইউরোপের বাজারেও হ্যান্ডসেটটি ছাড়া হবে। ২০১৫ সালে বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়া হবে হ্যান্ডসেটটি।
২.৩ জিবি কোয়াডকোর প্রসেসরের হ্যান্ডসেটটির পর্দা ৪.৭ ইঞ্চি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে এ হ্যান্ডসেট। এর ৠাম ২ জিবি।
হ্যান্ডসেটটির অভ্যন্তরীণ ধারণক্ষমতা ৩২ জিবি। ৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরায় সঙ্গে ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেলের। স্মার্টফোনটির পুরুত্ব ৮.৯ মিলিমিটার এবং ওজন ১৪০ গ্রাম। ন্যানো সিমের এ হ্যান্ডসেটের ব্যাটারির ধারণক্ষমতা ২৫৫০ এমএএইচ।
তবে হ্যান্ডসেটটির মডেল সর্ম্পকে কিছু জানা যায়নি। এছাড়া, এর মূল্য কত হবে সে বিষয়েও কোনো ধারণা পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৪