ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চলতি মাসেই মোদী-জুকারবার্গ সাক্ষাৎ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৪
চলতি মাসেই মোদী-জুকারবার্গ সাক্ষাৎ মার্ক জুকারবার্গ

ঢাকা: চলতি মাসের শেষের দিকেই নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ।

একাধিক সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

গত জুলাইয়ে ফেসবুকের চিফ অপারেটিং অফিসার (সিওও) শেরিলে সেন্ডবার্গ ভারত সফর করে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমটির দ্বিতীয় কোনো কর্মকর্তা এ সফরে আসছেন।

সফরকালে মোদী ছাড়াও জুকারবার্গ ভারতের উচ্চ পর্যায়ের বেশ ক’জন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানা গেছে।

অ্যামাজনের জেফ বেজস, মাইক্রোসফটের সত্য নাদালের পর গত কয়েকদিনে ভারত সফরে আসা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের তৃতীয় প্রধান নির্বাহী হিসেবে জুকারবার্গ এ সফর করছেন।

আগামী ৯-১০ অক্টোবর ভারতে প্রথমবারের মতো দু’দিনব্যাপী Internet.org সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বব্যাপী জনগণের দোড়গোড়ায় সহজে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

শীর্ষ এ সম্মেলনে অর্থ সহযোগিতা দিছে ফেসবুক, এরিসকন, মিডিয়াটেক, নকিয়া, অপেরা, কোয়ালকম ও স্যামসাং।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।