ঢাকা: শিগগিরই মোবাইল মেসেজিং অ্যাপ্লিকেশন বাজারে আনছে গুগল। এক্ষেত্রে আরেক জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের সঙ্গে যে প্রতিষ্ঠানটির হাড্ডাহাড্ডি লড়াই বাঁধবে, তা বলাই বাহুল্য!
সম্প্রতি মেসেজিং অ্যাপ বাজারে আনার কথা জানিয়েছে সফটওয়্যার জায়ান্ট গুগলের একটি সূত্র।
সূত্র জানায়, অ্যাপটি প্রথমে ভারতসহ সম্ভাবনাময় বাজারগুলোতে ছেড়ে জনপ্রিয়তা পরীক্ষা করে দেখা হবে।
সূত্র আরও জানায়, অ্যাপটি গুগলের অন্যান্য পণ্যের তুলনায় উন্মুক্ত থাকবে। এটি চালাতে গুগল লগইনের দরকার হবে না। হোয়াটসঅ্যাপের আদলে তৈরি হলেও অনেক বাড়তি সুযোগ-সুবিধা থাকবে গুগলের অ্যাপটিতে।
এছাড়াও, অ্যাপটিতে ভারতীয় ভাষায় মোবাইল চ্যাটের পাশাপাশি ভয়েস-টু-টেক্সট মেসেজিং সুবিধা থাকছে বলেও জানা যায়।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৪