ঢাকা: গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৬০ শতাংশ মুনাফা কমার আশঙ্কা করছে স্যামসাং। বিশ্ববাজারে গ্যালাক্সি সিরিজের হ্যান্ডসেটের কাটতি কম হওয়ায় এমনটি হবে বলে ধারণ করছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি।
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে তিনশ’ আশি কোটি ডলার পরিচালন আয় হবে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।
চলতি মাসের শেষে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে স্যামসাং।
প্রতিযোগী প্রতিষ্ঠান অ্যাপল ও চীনের হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিওমি-লেনোভোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আধিপত্য ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে স্যামসাংকে।
এক বিবৃতিতে স্যামসাং জানায়, বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে স্যামসাংয়ের হ্যান্ডসেটের চালানে কিছুটা ধীরগতি দেখা গেছে। এছাড়া মার্কেটিং পলিসিতে ব্যয় বৃদ্ধি পাওয়ায় পরিচালন আয় কিছুটা কমেছে বলে জানায় স্যামসাং।
তবে নতুন নতুন ফিচার ও মডেলের হ্যান্ডসেট আনার বিষয়ে পরিকল্পনার কথা জানিয়েছে স্যাংমসাং।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৪