ঢাকা: প্রথমবারের মতো ভারতের বাজারে নিজেদের তৈরি হ্যান্ডসেট ছেড়েছে রাশিয়ার মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান যোতাফোন। দুই পর্দার হ্যান্ডসেটটির মূল্য ধরা হয়েছে তেইশ হাজার চারশ’ ৯৯ রুপি।
যোতাফোনের মধ্যপ্রাচ্য ও ভারতের ভাইস প্রেসিডেন্ট আব্দুল করিম সাওয়ান বলেন, হ্যান্ডসেটটির ইলেকট্রনিক পেপার ডিসপ্লে এর দ্বিতীয় পর্দা হিসেবে কাজ করবে। এটি স্মার্টফোন ও ই-ডিভাইসের একটি সংমিশ্রন। ব্যবহারকারী হ্যান্ডসেটটির দ্বিতীয় স্ত্রিনে ছবি এবং বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে পারবেন বলে উল্লেখ করেন সাওয়ান।
এখন পর্যন্ত বাজারে দু’টি স্মার্টফোন ছেড়েছে প্রতিষ্ঠানটি। প্রথম স্মার্টফোনটি গত বছর বাজারে ছাড়া হয়। এরপর বিশ্ববাজারে প্রথম সরবরাহ শুরু হয় গত বছরের ডিসেম্বরে।
নতুন স্মার্টফোনের বিষয়ে যোতাফোন জানায়, নতুন এ স্মার্টফোনটি আগের স্মার্টফোনের চেয়ে আরও বেশি ‘কর্মক্ষম ও ইন্টারেক্টিভ’। স্মার্টফোনটির সফটওয়্যার ও ফিচারে নতুনত্ব থাকছে।
চলতি বছরের শেষ দিকে ইউরোপের বাজারে হ্যান্ডসেটটি ছাড়া হবে। পরবর্তীতে ২০১৫ সালে বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়া হবে হ্যান্ডসেটটি।
১.৭ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসরের হ্যান্ডসেটটির পর্দা ৪.৩ ইঞ্চি। এর ৠাম ২ জিবি। অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে জেলিবিনের ৪.২.২ ভার্সন।
হ্যান্ডসেটটির অভ্যন্তরীণ ধারণক্ষমতা ৩২ জিবি। ১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরায় সঙ্গে ফ্রন্ট ক্যামেরা ১ মেগাপিক্সেলের।
স্মার্টফোনটির পুরুত্ব ৮.৯ মিলিমিটার এবং ওজন ১৪০ গ্রাম। ন্যানো সিমের এ হ্যান্ডসেটের ব্যাটারির ধারণক্ষমতা ১৮০০ এমএএইচ।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪