ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডব্লিউটিও পাবলিক ফোরামে বেসিস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪
ডব্লিউটিও পাবলিক ফোরামে বেসিস

ঢাকা: সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডব্লিউটিও) পাবলিক ফোরামে অংশগ্রহণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

ডব্লিউটিও সদর দফতরে অনুষ্ঠিত এ ফোরামে অতিথি বক্তা হিসেবে বেসিসের সহ-সভাপতি এম রাশিদুল হাসান বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সম্ভাবনা ও বেসিসের ওয়ান বাংলাদেশ ভিশন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।



ডব্লিউটিওতে স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাজার সুবিধা, শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার, রুলস অব অরিজিন, ট্রিপস এ বাধ্যবাধকতার ছাড়, কারিগরি সহায়তা ইত্যাদি সুবিধা রয়েছে। এসব সুবিধার আরও প্রসার ঘটাতে প্রতিবছর ডব্লিউটিও পাবলিক ফোরাম অনুষ্ঠিত হয়।

সুশীল সমাজ, একাডেমিক, বাণিজ্য, সংবাদ মাধ্যম, সরকার, পার্লামেন্টসহ বিশ্বের বিভিন্ন সেক্টর থেকে প্রায় দেড় হাজার প্রতিনিধি এতে অংশ নেন। এবার এলডিসির জন্য ১০০% শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার প্রবেশাধিকার, সেবা খাত উন্মুক্তকরণ, বাণিজ্য সহজীকরণ চুক্তি, কৃষি ভর্তুকি ইত্যাদি ইস্যু আলোচনায় আসে।

এবারের ফোরামে অতিথি বক্তা হিসেবে বেসিস সহ-সভাপতি বাংলাদেশের সফটওয়্যার সেবা ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতের উন্নয়নে বেসিসের বিভিন্ন কার্যক্রম ও অভিজ্ঞতা উল্লেখ করেন। এছাড়া বাংলাদেশ সরকারের অগ্রাধিকারমূলক খাত তথ্যপ্রযুক্তি খাতে কর মওকুফসহ বিভিন্ন বাণিজ্য সুবিধার কথা জানান।

পাশাপাশি এম রাশিদুল হাসান বেসিসের ওয়ান বাংলাদেশ ভিশন, এটি বাস্তবায়নের নানা পরিকল্পনা ও সুবিধা-অসুবিধার বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।