ঢাকা: পাঁচ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর টার্গেট নিয়ে কাজ করছে গ্রামীণফোন। বর্তমানে দেশের দেড়কোটি মানুষ গ্রামীণফোনের ইন্টারনেট ব্যবহার করছেন।
মঙ্গলবার বেলা ১১টায় অর্থ মন্ত্রণালয়ে গ্রামীণফোনের ‘৫ কোটি গ্রাহক পূর্তি’ উপলক্ষে আয়োজিত একটি কেক কাটা অনুষ্ঠানে এ কথা বলেন গ্রামীণফোনের চিফ করপোরেট অফিসার মাহমুদ হোসেন।
তিনি বলেন, বিশ্বের খুব অল্প সংখ্যক মোবাইল কোম্পানি আছে যাদের ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি। গ্রামীণফোন সেই সমৃদ্ধ তালিকায় যুক্ত হয়েছে।
তিনি আরও জানান, গ্রামীণফোনের বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দেড়কোটি। ইন্টারনেট গ্রাহক সংখ্যা পাঁচ কোটিতে পৌঁছানের চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করছি। এ লক্ষ্যে পৌঁছতে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, বাংলাদেশের মত দেশে ১১ কোটি মোবাইল ব্যবহারকারীর মধ্যে গ্রামীণফোনেরই ৫ কোটি গ্রাহক, এটা একটা ভালো খবর।
বিষয়টিকে ‘হ্যাপি ওপেনিং’ বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ডিরেক্টর (স্টেক হোল্ডার রিলেশন করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশন) ইশতিয়াক হোসেন চৌধুরী, উপদেষ্টা ( করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশন) মো. মিজানুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪