ক্যান্সার, হার্ট অ্যাটাকের সম্ভাবনা সহ অন্যান্য কঠিন রোগ নির্ণয়ে নতুন প্রকল্পের কাজ শুরু করেছে গুগল। বর্তমানে একেবারে প্রাথমিক অবস্থায় রয়েছে প্রকল্পটির কাজ।
বিভিন্ন প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে, গুগল এমন এক প্রযুক্তির উন্নয়নে কাজ করছে যা রোগ শনাক্ত করতে পারে এমন ন্যানোপার্টিকলস সেবনযোগ্য পিলের মধ্যে দেয়া থাকবে। এটি সেবন করলে রক্তের সঙ্গে মিশে যাবে এবং পরিধেয় ডিভাইসে রোগের সংকেত ধরা পড়বে।
বর্তমানে এসব রোগ নির্ণয়ে যে পদ্ধতি রয়েছে তা আক্রন্তের পর এবং কঠিন অবস্থা ধারণের পর ধরা পড়ে। কিন্তু প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় হলো চিকিৎসার মূল নীতি।
যে লক্ষ্যে পৌছতে গুগলের এক্স ল্যাবের জীব বিজ্ঞান বিভাগের একটি টিম প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪