ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ক্যান্সার, হার্ট অ্যাটাক শনাক্তে গুগলের রিস্টব্যান্ড

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
ক্যান্সার, হার্ট অ্যাটাক শনাক্তে গুগলের রিস্টব্যান্ড

ক্যান্সার, হার্ট অ্যাটাকের সম্ভাবনা সহ অন্যান্য কঠিন রোগ নির্ণয়ে নতুন প্রকল্পের কাজ শুরু করেছে গুগল। বর্তমানে একেবারে প্রাথমিক অবস্থায় রয়েছে প্রকল্পটির কাজ।

ঘড়ির মতো হাতে পরিধেয় ডিভাইসটি বাস্তবায়ন হলে এর সাহায্যে মানুষ পূর্বেই রক্তের পরীক্ষা নিরীক্ষা করে আক্রন্ত হওয়ার বিষয়টি জেনে ব্যবস্থা নিতে পারবে এমন আশা সার্চ জায়ান্টের।

বিভিন্ন প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে, গুগল এমন এক প্রযুক্তির উন্নয়নে কাজ করছে যা রোগ শনাক্ত করতে পারে এমন ন্যানোপার্টিকলস সেবনযোগ্য পিলের মধ্যে দেয়া থাকবে। এটি সেবন করলে রক্তের সঙ্গে মিশে যাবে এবং পরিধেয় ডিভাইসে রোগের সংকেত ধরা পড়বে।

বর্তমানে এসব রোগ নির্ণয়ে যে পদ্ধতি রয়েছে তা আক্রন্তের পর এবং কঠিন অবস্থা ধারণের পর ধরা পড়ে। কিন্তু প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় হলো চিকিৎসার মূল নীতি।

যে লক্ষ্যে পৌছতে গুগলের এক্স ল্যাবের জীব বিজ্ঞান বিভাগের একটি টিম প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।