আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন্স ইউনিয়ন (আইটিইউ)-এর ৪৮ সদস্যবিশিষ্ট কাউন্সিলে বাংলাদেশ পুনরায় সদস্য নির্বাচিত হওয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
বেসিসের ভারপাপ্ত সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বে বেসিস প্রতিনিধিদল রাজধানীর আঁগারগাওয়ে আইসিটি বিভাগের কার্যালয়ে শুভেচ্ছা জানান।
আইসিটি সচিব শ্যামসুন্দর সিকদার, বেসিসের সহ-সভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল, কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ, পরিচালক আশরাফ আবির, সামিরা জুবেরি হিমিকা, আরিফুল হাসান অপু এসময় উপিস্থত ছিলেন।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার বুসানে ২৭ অক্টোবর (আইটিইউ) নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৬৭ ভোটের মধ্যে ১১৫ ভোট পেয়ে সপ্তম স্থান অর্জন করে বাংলাদেশ।
আইটিইউ নির্বাচন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগের সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ প্রায় ৫০ জনের একটি প্রতিনিধি দল সেখানে ছিলেন।
এর আগে ২০১০ সালে বাংলাদেশ প্রথমবার আইটিইউ কাউন্সিলে সদস্য নির্বাচিত হয়।
বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৪