ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাই-ই-কিডস ও এনসিসি এডুকেশন, ইউকে’র চুক্তি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৪
মাই-ই-কিডস ও এনসিসি এডুকেশন, ইউকে’র চুক্তি

মাই-ই-কিডস ও এনসিসি এডুকেশন, ইউকে এর মধ্যে সম্প্রতি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো: সবুর খান, এনসিসি এডুকেশন ইউকে প্রতিনিধি ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক (দক্ষিণ এশিয়া) সানজিভ  গনেশান, ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, ডিআইআইটির পরিচালক রথীন্দ্রনাথ দাস ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল রাহীমা কে মির্জা রোজম্যারী উপস্থিত ছিলেন।



চুক্তি অনুযায়ী এনসিসি এডুকেশন, ইউকে এর ডিজি কম্পিউটার কারিকুলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বিভিন্ন শাখাতে চালু করা হবে। ডিজি কোয়ালিফিকেশন মূলত ফান টু লার্ন এবং ফান টু টিচ কারিকুলাম।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।