নতুন মেইনফ্রেম কমপিউটার উন্মোচন করেছে আইবিএম। নাম জেড এন্টারপ্রাইজ।
আইবিএম সূত্র জানিয়েছে, কমপিউটারটি আগের মেইনফ্রেম কমপিউটারগুলোর চেয়ে ৪০ থেকে ৬০ ভাগ দ্রুত গতিসম্পন্ন। তবে আগের মেইনফ্রেম কমপিউটারগুলোর মতই বিদ্যুৎ শক্তি খরচ করে। কমপিউটারটি উন্নয়নে ১৫০ কোটি ডলার খরচ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। তৈরিতে সময় লেগেছে ৪ বছর। প্রায় ৫ হাজার কর্মী কমপিউটারটির উন্নয়নে কাজ করে।
সাধারণত বড় বড় প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণে কমপিউটারটি ব্যবহার করা যাবে। অর্থাৎ কমপিউটারটি একটি করপোরেট তথ্যকেন্দ্র হিসেবে কাজ করবে। উল্লেখ্য, কমপিউটারটির বাজার মূল্য কত হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।
বাংলাদেশ স্থানীয় সময় ১৮৪৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১০