ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রথমবারের মতো ভিন্ন তিন রঙে ম্যাকবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
প্রথমবারের মতো ভিন্ন তিন রঙে ম্যাকবুক

ঢাকা: গত ১০ এপ্রিল ‍অনেকটা নীরবে নতুন ম্যাকবুক ছেড়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। অপারেটিং সিস্টেমে সবশেষ ভার্সনের (ওএসএক্স) এ ম্যাকবুকের নাম ‘রেটিনা ম্যাকুবক’।



গোল্ড, স্পেস গ্রে ও সিলভার রঙের রেটিনা মেকবুক ১২ ইঞ্চি। স্পেস গ্রে ও সিলভার রঙের ম্যাকবুক ইতোমধ্যে বাজারে পাওয়া গেলেও গোল্ড ম্যাকবুক পেতে গ্রাহকদের আরো ৩ থেকে ৪ সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে জানা গেছে।

নতুন ম্যাকবুকগুলো আরো আধুনিক এবং হালকা বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমগুলো।

২৫৬ গিগাবাইট মডেলের রেটিনা ম্যাকবুকের দাম পড়বে এক হাজার দুইশ ৯৯ ডলার। এর প্রসেসর ১.১ গিগাহার্জ ডুয়েল কোর, মেমোরি ৮ গিগাবাইট।

আর ৫১২ গিগাবাইট মডেলের মূল্য ধরা হয়েছে এক হাজার পাঁচশ ৯৯ ডলার, প্রসেসর ১.২ গিগাহার্জ ডুয়েল কোর।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।