ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জামালপুরে চালু হলো তথ্যসেবা কেন্দ্র

শফিক জামান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১০

গত ২৩ জুলাই জামালপুরে তথ্যসেবা কেন্দ্র উদ্বোধন করা হয়। শুক্রবার বিকেলে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা জামালপুর সদরের রানাগাছা ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন।



ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বলেন, এ মুহূর্তে সরকার ঘরে ঘরে তথ্যপ্রযুক্তিনির্ভর তথ্যসেবা পৌঁছে দিতে বদ্ধ পরিকর। তাই জাতীয় স্বার্থে দেশের কৃষি, শিা, যোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে ২০২১ সালের মধ্যে আত্মনির্ভরশীল, সুখী সমৃৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

উল্লেখ্য, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের আওতায় এ তথ্যকেন্দ্র থেকে যে কেউ কৃষি, স্বাস্থ্যসেবা, যোগাযোগ, শিা, চাকরি ও ইউনিয়নের গ্রামগুলোর বিভিন্ন সরকারি উন্নয়ন কাজের বিস্তারিত তথ্য পাবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।