ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউটিউব খুলে দিলো পাকিস্তান

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
ইউটিউব খুলে দিলো পাকিস্তান

ঢাকা: তিন বছরের বেশি সময় বন্ধ থাকার পর জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব উন্মুক্ত করে দিয়েছে পাকিস্তান। দেশটির টেলিকমিউনিকেশন অথরিটির (পিটিএ) নির্দেশনার পর সাইটটি উন্মুক্ত করে দেওয়া হয়।



২০১২ সালের সেপ্টেম্বরে আমেরিকায় নির্মিত ‘বিতর্কিত’ চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ ইউটিউবে আপলোড হওয়ার পরই পাকিস্তানের সুপ্রিম কোর্ট সাইটটির ওপর নিষেধাজ্ঞা জারি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক পিটিএ’র এক কর্মকর্তা বলেন, পাকিস্তানের জন্য ইউটিউবের আলাদ ভার্সন শুরু হয়েছে। তাই ইন্টারনেট সেবাদানকারী সবাইকে (আইএসপি) সাইটটি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, অনেকেই ধারণা করছেন, পাকিস্তানের জন্য আলাদভাবে তৈরি এ ভার্সনে কর্তৃপক্ষ কনটেন্ট ফিল্টার করতে পারবে। অর্থাৎ এর ওপর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থাকবে।

তবে ইউটিউব খুলে দেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে দেশটির তরুণ প্রজন্ম।

অন্যদিকে, গুগলের মালিকানাধীন সাইটটি উন্মুক্ত করে দিতে সরকারের সঙ্গে কী আলোচনা হয়েছে তা প্রকাশের দাবি জানিয়েছে অ্যাক্টিভিস্ট গ্রুপ।

একই কারণে বাংলাদেশেও বেশ কয়েকমাস বন্ধ রাখা হয় ইউটিউব।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।