ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল পথে বাংলালিংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
ডিজিটাল পথে বাংলালিংক

ঢাকা: গ্রাহকদের সেবা দিতে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পথে এগিয়ে যাচ্ছে বাংলালিংক। কোম্পানিটি তার গ্রাহকদের ডিজিটাল জগতে যুক্ত করতে চায়।

এজন্য নিজেকে প্রস্তুত করছে বাংলালিংক।
 
দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংকের আগামী দিনের সম্ভাবনা ও পথচলা নিয়ে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস সাংবাদিকদের এসব কথাই জানিয়েছেন।
 
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল সেবাদানই আমাদের ভবিষ্যৎ পথ। আগামী দিনে স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি পাবে। গ্রাহকদের হাতের মুঠোয় চলে আসবে ই-কমার্স, বিনোদন, অর্থনৈতিক সেবা থেকে সেলফ সার্ভিস।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরিক অস বলেন, থ্রিজি প্রযুক্তিতে আমরা ব্যাপক বিনিয়োগ করছি। একই সঙ্গে আমাদের পণ্য ও সেবাতেও বিনিয়োগ অব্যাহত রয়েছে।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিষ্ঠানটি ডিজিটাল পথে যাওয়ার জন্য প্রয়োজন দক্ষ জনবল। এজন্য কিছু কর্মী বাদ পড়ে যেতে পারে, তবে তাদের সম্মানের সঙ্গে ভলান্টিয়ার স্কিম দিয়ে বিদায় দেওয়ার অফার ইতোমধ্যে ঘোষণা করেছে বাংলালিংক।
 
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর অধিকাংশই স্মার্টফোনের মাধ্যমে করছেন উল্লেখ করে বাংলালিংক সিইও বলেন, এতে করে আগামী দিনের সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। অনলাইনে কেনাকাটা, সংবাদ পড়া, বিনোদন থেকে শুরু করে আর্থিক লেনদেন- সবই এর মাধ্যমে বৃদ্ধি পাবে।

ডিজিটাল ভিশন বাস্তবায়নে বাংলালিংক নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া নিয়ে কাজ করবে বলেও জানান এরিক অস। তিনি বলেন, সেলফ সার্ভিস, এনি টাইম, এনি প্লেস; ওয়ান স্টপ সল্যুশন্স- এগুলো আগামী দিনের বাংলালিংকের ভিশন।
 
বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শিহাব আহমেদ এবং কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।