ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি এক্সপো-২০১৬

শার্প ব্র্যান্ডের প্রযুক্তি সম্পন্ন পণ্যে ‘ওরা গ্রুপ’র চমক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
শার্প ব্র্যান্ডের প্রযুক্তি সম্পন্ন পণ্যে ‘ওরা গ্রুপ’র চমক ছবি: শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ধরুন অফিসে বা অন্য কোথাও গুরুত্বপূর্ণ সভা শুরু হয়ে গেছে কিন্তু আপনি কাজের ব্যস্ততা অথবা রাস্তায় যানজটে আটকে পরে সঠিক সময়ে উপস্থিত হতে পারেননি।

অথবা অসুস্থতার কারণে পরীক্ষা বা শ্রেণি কক্ষে উপস্থিত হতে পারছেন না।

এরকম অনেক গুরুত্বপূর্ণ কাজে উপস্থিত হতে না পারা সত্যিই ক্ষতিকর। তাহলে সমাধান! দুঃশ্চিন্তা দূরে ঠেলে দিন।

জাপানের শার্প’র ব্র্যান্ডের পণ্য ইন্টেরেকটিভ হোয়াইট বোর্ডের (আইডব্লিউবি) মাধ্যমে এসব সমস্যার সমাধান দিচ্ছে ‘ওরা গ্রুপ’।

স্মার্ট মোবাইলে ভিডিও শেয়ারিং’র মাধ্যমে আপনি খুব সহজেই সভা, সেমিনারসহ গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার (০৩ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শুরু হওয়া বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৬তে ‘ওরা গ্রুপের কর্মকর্তারা বাংলানিউজকে এমনটাই জানালেন।

মেলা প্রাঙ্গণের মূল ফটক পার হয়ে কার্নিভাল হলে প্রবেশ করলেই পাওয়া যাবে ‘ওরা গ্রুপ’র ৫৫ নম্বর প্যাভিলিয়নটি।

শুধু আইডব্লিউবি নয় মেলায় ডকুমেন্ট সংবলিত ফটোকপি মেশিন, হোম সিকিউরিটি, বায়োমেট্রিক ব্যাংক ট্রানজেকশনাল পসসহ বিভিন্ন পণ্য নিয়ে হাজির হয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ‘ওরা গ্রুপ’।

আর মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি এরকম চমক লাগনো প্রযুক্তি নির্ভর প্রতিটি পণ্যের ওপর ছাড় দিচ্ছে শতকরা ১০ ভাগ।

প্যাভিলিয়নের কর্মীরা বাংলানিউজকে বলেন, শুধু সভা বা সেমিনার নয়, শ্রেণিকক্ষে পাঠদান, প্রশিক্ষণ দেওয়া, ভিডিও কনফারেন্সসহ এরকম বিভিন্ন কাজ করা যাবে আইডব্লিউবি’র মাধ্যমে। উন্নত দেশের ব্যবহার অনেক বেশি। বাংলাদেশেও এর ব্যবহার বাড়ছে। এর বৃহৎ পর্দাটি ছয় ভাগে ভাগ করেও ব্যবহার করা যায়। এছাড়া বোর্ডে খুব সহজেই লেখার পাশাপাশি পরিষ্কারও করা যায়।

ওরা গ্রুপ’র ওরা ইলেক্ট্রনিক্স’র হেড অব বিজনেস সলিউশন ডিপার্টমেন্ট মীর গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, এরকম অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পণ্য সরবরাহ করে ডিজিটাল দেশ গড়ার ভাবনাকে, বলতে পারেন দৃঢ় করছে ‘ওরা গ্রুপ’।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি সব সময়ই টেকসই প্রযুক্তিসম্পন্ন পণ্য বাজারজাত করে আসছে। একারণেই আমরা বিশ্বের প্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় ব্র্যান্ড শার্প’র বিভিন্ন পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছি। প্রতিটি পণ্যেই যুগপোযোগী, পরিবেশ বান্ধব, সহজে ব্যবহার যোগ্য ও টেকসই।  

ওরা ইলেক্ট্রনিক্স’র অ্যাসিসটেন্স প্রোডাক্ট ম্যানেজার মো. মোশাররেক হোসাইন মিশু বলেন, শার্প ব্র্যান্ডের ডকুমেন্ট কপিয়ার সলিউশনে প্রতিদিন বা মাসে কী পরিমাণ ফটোকপি হয়েছে তা জানা যাবে। এক্ষেত্রে খুব সহজেই হিসাব পাওয়া যাবে।

তিনি আরও বলেন, ওরা গ্রুপ’র ওরা ইলেক্ট্রনিক্স শার্প’র ক্লাউড বেস হোম সিকিউরিটি ব্যবহার করে রুম বা বাড়ির সব ধরনের তথ্য মোবাইলে পেতে পারেন। ধরুন, আপনার রুমে কেউ প্রবেশ করছে অথবা কোনো কিছু চুরি হতে যাচ্ছে সঙ্গে আপনি মোবাইলের মাধ্যমে জানতে পারবেন।

প্যাভিলিয়নের কর্মীরা বলেন, আর ভিডিও ওয়াল রয়েছে যা প্রজেক্টের চেয়ে অনেক ভালো কাজ করে। ঝক ঝকে ছবিসহ বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে এ পণ্যের। এরকম উন্নত প্রযুক্তিনির্ভর বিভিন্ন পণ্য দেখতে মেলা শুরুর পর থেকেই দর্শনার্থী ও ক্রেতারা ভিড় জমাচ্ছেন প্যাভিলিয়নটিতে।

ওরা ইলেক্ট্রনিক্স’র হেড অব ডিপার্টমেন্ট রেজওয়ান সাজ্জাদ বলেন, বছরের পর বছর ‘ওরা গ্রুপ’ ভালো মানের পণ্য বাজারজাত করছে। যার ফলে ভোক্তাদের আস্থাও তৈরি হয়েছে এ প্রতিষ্ঠানের ওপর।

ওরা গ্রুপের এসব পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে বা দেখতে চলে আসতে হবে এ মেলায়। এক ঝাঁক তরুণ কর্মীরা দর্শনার্থী ও ক্রেতাদের কাছে এসব পণ্য সরাসরি তুলে ধরছেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ০৮ টা পর্যন্ত চলবে এ মেলা। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। তিন দিনব্যাপী এ মেলা শেষ হবে শনিবার।

বাংলাদেশ সময়: ১১১৫২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
একে/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।