ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোনের সঙ্গে কম্পিউটার সোর্সের চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
গ্রামীণফোনের সঙ্গে কম্পিউটার সোর্সের চুক্তি

ঢাকা: অত্যাধুনিক যোগাযোগ সুবিধা গ্রহণের জন্য গ্রামীণফোনের সঙ্গে বিজনেস সলিউশন চুক্তি সই করেছে কম্পিউটার সোর্স লিমিটেড।

জিপি হাউজে সম্প্রতি এ চুক্তি সই হয়েছে বলে রোববার (১৩ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় গ্রামীণফোন।



কম্পিউটার সোর্স লি. এর পরিচালক (ফিনান্স অ্যান্ড অ্যাডমিন) মো. শামসুল হুদা এবং গ্রামীণফোনের হেড অব ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

গ্রামীণফোনের ডিজিএম ও হেড অব কি কর্পোরেট অ্যাকাউন্টস মাসুদ পারভেজ, ডিজিএম ও হেড অব হাই ভ্যালু স্ট্র্যাটেজিক অকাউন্টস, কি অ্যাকাউন্ট ম্যানেজার জাকারিয়া মাহমুদ, কম্পিউটার সোর্স লি. এর বিজনেস ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন পারভেজ হায়দার এবং বিজনেস ম্যানেজার, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট ওমর ফারুক ফাহিম এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।