ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আধুনিক প্রযুক্তি নিয়ে বেইজ টেকনোলজি’র যাত্রা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
আধুনিক প্রযুক্তি নিয়ে বেইজ টেকনোলজি’র যাত্রা

মানবতার উন্নয়নে প্রযুক্তির সম্ভাবনাকে সম্পূর্ণভাবে ত্বরাণ্বিত করতে এবং এর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দেশের প্রযুক্তিখাতে আধুনিক সব প্রযুক্তি নিয়ে আত্মপ্রকাশ করেছে বেইজ টেকনোলজিস।

মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীর সিক্স সিজন’স হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থিতদের সামনে উন্নত প্রযুক্তিতে তৈরি দৃষ্টিনন্দন নতুন ওয়েবসাইট উন্মোচন করে প্রতিষ্ঠানটি।

   

এছাড়া দেশের প্রযুক্তিখাতকে এগিয়ে নেয়ার লক্ষ্যে অনুষ্ঠানে নিজেদের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।  

বেইজ টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জুবাইর আহমেদ বলেন, প্রযুক্তির উপযুক্ত ব্যবহার নিশ্চিতের মাধ্যমে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় পরামর্শ, প্রকৌশল, নকশা, নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের প্রতি আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের অভিজ্ঞতা এবং দক্ষ ও প্রশিক্ষিত জনবল নিয়ে আমরা ছোট-বড় প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযুক্তিগত বিভিন্ন সেবা দিতে প্রস্তুত।

দূরদর্শিতা’ কঠোর পরিশ্রম এবং নতুন কিছু উদ্ভাবন দিয়ে দেশের সম্ভাবনাময় প্রযুক্তি খাতে আমরা সফলতার সঙ্গে এগিয়ে যেতে চাই বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ’

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।