ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অফিস ৩৬৫’তে গ্রাহক ২ কোটি ৬ লাখ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
অফিস ৩৬৫’তে গ্রাহক ২ কোটি ৬ লাখ

সার্ভার প্রোডাক্ট এবং ক্লাউড-বেজড সেবার মাধ্যমে মাইক্রোসফটের আর্থিক অগ্রগতি এসেছে আবারো। সম্প্রতি প্রতিষ্ঠানটি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে জানায়, অফিস ৩৬৫’র আয় বেড়েছে ৭০ শতাংশ সেইসঙ্গে এর গ্রাহক বেড়ে দাড়িয়েছে ২০.৬ মিলিয়ন।

কিন্তু উইন্ডোজ ফোনের পর্যায়ক্রমিক অবনতি দিনকে দিন পেছনে ঠেলে দিলেও ক্লাউড বেজড সেবা ও অন্যান্য পণ্য সেই ভারসাম্য বজায় রেখেছে।

প্রতিবেদনে জানানো হয়, এই প্রান্তিকে লুমিয়া ফোনের বিক্রি মাত্র ৪.৫ মিলিয়ন গত বছর যার সংখ্যা ছিল ১০.৫ মিলিয়ন। যেকারণে এই সেক্টরে পরিবর্তন এবং বাজারে বেশকিছু ডিভাইস আনার পরিকল্পনা রয়েছে।

মাইক্রোসফট প্রসঙ্গে নতুন খবর হলো প্রযুক্তি অঙ্গনে অবস্থান শক্ত করতে ইতিমধ্যে খ্যাতনামা কয়েকটি প্রতিষ্ঠানের ‘স্যামসাং, সনি, ডেল, আসুস’ সঙ্গে চুক্তি সই হয়েছে। অ্যান্ড্রয়েড অ্যাপস বান্ডেল নিয়ে করা সেই চুক্তির তালিকায় এবার যুক্ত হয়েছে স্মার্টফোন নির্মাতা অ্যাসার। সেই হিসেবে অ্যাসার মাইক্রোসফটের সবশেষ অংশীদার। অ্যাসারের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে মাইক্রোসফট জানায়, বান্ডেলিং অ্যাপস যেমন “ওয়ার্ড, এক্সেল, আউটলুক, স্কাইপে, ওয়ানড্রাইভ” ব্যবহারে সম্মত হয়েছে অ্যাসার। এখন থেকে অ্যাসার মাইক্রোসফটের পেটেন্ট সুবিধা ব্যবহারের ক্ষমতা পাবে।

তবে বিস্তারিত তথ্য এ মুহূর্তে প্রকাশ না পেলেও চলতি বছরের জুন থেকে বান্ডেলিং অ্যাপস চালুর কার্যক্রম শুরু করবে অ্যাসার এমনটা জানানো হয়।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছে, হোচট খাওয়ার সম্ভাবনা জেনেও ‘উইন্ডোজ ফোন’ উন্নয়নের মাধ্যমে সম্মুখে অগ্রসরের অবিরাম চেষ্টায় রত মাইক্রোসফট। অসংখ্য অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপসগুলো অন্তর্ভূক্ত করা হচ্ছে।

উল্লেখ্য, আইওএস এবং অ্যান্ড্রেয়েডে মাইক্রোসফটের অফিস অ্যাপস অনেক জনপ্রিয়, এর ডাউনলোড সংখ্যা ১০০ মিলিয়নের বেশী।

বান্ডেলিং চুক্তি নিয়ে এছাড়াও বলা হয়, আরো বেশী ব্যবহারকারীকে নিজেদের সেবা, অ্যাপসে আনতে এবং অফিস ৩৬৫’র মাধ্যমে আয় বাড়াতে সফটওয়্যার জায়ান্টের এ চুক্তি।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।