ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আজীবন সম্মাননা পেলো মোস্তাফা জব্বার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
আজীবন সম্মাননা পেলো মোস্তাফা জব্বার

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারকে আজীবন সম্মাননা দিয়েছে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। ৩১ মার্চ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মোস্তাফা জব্বারের হাতে আজীবন সম্মাননা পদক তুলে দেন।



এসময় আইসিটি বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার সমিতিরি সভাপতি এ এইচএম মাহফুজুল আরিফ এবং মহাসচিব নজরুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন।

পদক প্রদানকালে উপস্থিত সকল অতিথি দাড়িয়ে করতালির মাধ্যমে তাকে সম্মান প্রদর্শন করেন।

পদক প্রদানের পর বক্তব্যে মোস্তাফা জব্বার বিসিএস, তথ্যপ্রযুক্তি বিভাগ এবং সমিতির সকল সদস্যসহ  দেশের তথ্যপ্রযুক্তি খাতের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে এ সম্মাননাকে এক অসাধারণ অর্জন বলে মন্তব্য করেন। দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসার জন্য শুল্ক ও ভ্যাটমুক্ত আন্দোলন গড়ে তোলা,  সফটওয্যার রপ্তানীর জন্য নীতিমালা ও সুপারিশ প্রনয়ন, ডিজিটাল বাংলাদেশ ঘোষণার কাজটি এককভাবে বিসিএস-এর করার কথাও উল্লেখ করেন।

সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরাম কর্তৃক জুনাইদ আহমেদ পলক ২০১৬ সালে বিশ্বের অন্যতম তরুণ নেতার সম্মাননা পাওয়ায় গৌরব বোধ করেন তিনি।

বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশের তথ্যপ্রযুক্তি খাতে মোস্তাফা জব্বারের অবদান এবং তার বিজয় বাংলা সফটওয্যার ও কীবোর্ডের অকুণ্ঠ প্রশংসা করেন।

এর আগে বেসিসের পক্ষে আজীবন সম্মাননা পদক লাভ ছাড়াও তার ঝুলিতে দেশ-বিদেশের অনেক পদক ও সম্মাননা রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের কিংবদন্তীতূল্য এই মানুষটি বিজয় বাংলা সফটওয়্যার ও কীবোর্ডের জনক, বাংলাদেশ কম্পিউটার সমিতির নিবন্ধনকালীন প্রতিষ্ঠাতা ও ৪ বারের সভাপতি, বেসিসের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি। এছাড়াও তিনি তথ্যপ্রযুক্তি বিষয়ক পাঠ্য ও অন্যান্য প্রয়োগিক বাংলা বইয়ের লেখক।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।