ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বৈশাখী আমেজে ‘অথবাডটকম’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
বৈশাখী আমেজে ‘অথবাডটকম’

বৈশাখকে সামনে রেখে ই-কমার্স সাইট ‘অথবাডটকম’ সেজেছে বৈশাখী আমেজে। ঐতিহ্যবাহী হরেক পণ্যের পাশাপাশি শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ জুয়েলারির সমাহারে আকর্ষণীয়  মূল্যছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।

বাংলা সংস্কৃতি প্রিয়দের জন্য বিশেষভাবে রয়েছে চারটি ভিন্ন (রঙের মেলা, পাঁচ মিশালি, শখের ডালি ও রসের হাড়ি) বৈশাখী ঝাঁপি। তাছাড়া ইলিশ ছাড়া যেন বৈশাখ পুরোপুরি উদযাপিত হয়না, সে দিকটি চিন্তা করে পদ্মার ইলিশের সংগ্রহও রেখেছে অথবাডটকম।

তাই কর্মব্যস্ত মানুষগুলো যারা উ‍ৎসবটি পালন করতে চায় কিন্তু বাজারে গিয়ে কেনাকাটার সময় পাচ্ছেনা। তাদের জন্য অথবাডটকমের এই আয়োজনটি দারুণ উপকারে আসবে। অনলাইন বা ফোনের মাধ্যমে অর্ডার দিলে বাড়ি পৌঁছে দিচ্ছে তারা।

প্রতিষ্ঠানের হেড অব অপারেশন্স আহসানুল আলম এ বিষয়ে বলেন, বৈশাখী কালেকশনে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। পহেলা বৈশাখ যত কাছে আসছে, অর্ডার তত বাড়ছে।

বৈশাখী ঝাঁপিগুলোতে  নকশী কাঁথা, কাচের চুড়ি, একতারা, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম আর মুড়ি-মুড়কির মতো ঐতিহ্যবাহী সমস্ত খাবার আছে।

রঙের মেলা ঝাঁপিরে ক্রেতারা একটি নকশী কাঁথা, ৪০০ গ্রাম প্রাণ প্রিমিয়াম ঘি, একটি গামছা, একতারা একটি, মাটির গহনা এক সেট, কাচের চুড়ি দুই ডজন, মাটির চুড়ি এক জোড়া, ঝালমুড়ি তিন প্যাকেট, ম্যাঙ্গোবার ১০ প্যাকেট, টিপ এক পাতা, বাঁশি একটি, মুখোশ একটি, মোয়াবার পাঁচ প্যাকেট, ললিপপ, একটি, মাটির কাঁসা, একটি ডালা/প্যাকেজিং পাবে ২ হাজার ৮৪৯ টাকায়।

‘পাঁচ মিশালি’ ঝাঁপিতে রয়েছে ললিপপ একটি, মতিচুরের লাড্ডু এক প্যাকেট (সাত পিস), প্রাণ তেতুল চাটনী পাঁচ প্যাকেট, প্রাণ মিক্সড চাটনী পাঁচ প্যাকেট, শন পাপড়ি এক প্যাকেট, প্রাণ জলপাই আচার এক বৈয়াম, তিলের খাজা ১০ প্যাকেট, পিনাট বার ১০ প্যাকেট, ম্যাঙ্গো বার পাঁচ প্যাকেট ও একটি ঝুড়ি। এই ঝাঁপির দাম ৫১৯ টাকা।

২ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাবে শখের ডালি। এটি সাজানো হয়েছে একটি পদ্মার ইলিশ (১.১ থেকে ১.২ কেজি), বগুড়ার দই এক কেজি, আম ৫০০ গ্রাম, পেয়ারা ৫০০ গ্রাম, গামছা একটি ও একটি সুদৃশ্য ডালা দিয়ে।

রসের হাড়িতে রয়েছে একটি পদ্মার ইলিশ (১.১ থেকে ১.২ কেজি), বগুড়ার দই এক কেজি, টাঙ্গাইলের চমচম এক কেজি, মুড়ি-মুড়কি এক কেজি, মতিচুরের লাড্ডু এক প্যাকেট, শন পাপড়ি এক প্যাকেট, পেয়ারা ৫০০ গ্রাম, আম ৫০০ গ্রাম, গামছা একটি ও একটি সুদৃশ্য ডালা। রসের হাড়ি কিনতে লাগবে ৩ হাজার ৫৯৯ টাকা।

অর্ডারের জন্য লগ ইন করতে হবে www.othoba.com ঠিকানায়। অথবা ঢু মারতে পারেন অথবার ফেসবুক পেজেও www.facebook.com/othobabd.।

ফোন করা যাবে 096 1380 08 00 নম্বরে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।