ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চাকরি প্রত্যাশীদের জন্য সাবিরুলের কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
চাকরি প্রত্যাশীদের জন্য সাবিরুলের কর্মশালা ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তরুণ উদ্যোক্তা সাবিরুল ইসলামের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।   

 

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এভারজবস.কম.বিডির উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মশিউর রহমান। কর্মশালায় এভারজবস.কম.বিডির ব্যবস্থাপনা পরিচালক সাবিরুল ইসলাম, প্রতিষ্ঠানটির মার্কেটিং ও পাবলিক রিলেশন অফিসার ইপ্সিত তরফদার এবং আড়ং এর চিফ অপারেটিং অফিসার আব্দুর রউফ বক্তব্য দেন।

বক্তারা শিক্ষার্থীদের কার্যকর জীবন বৃত্তান্ত তৈরির কৌশল, চাকরির ইন্টারভিউ বিষয়ক পরামর্শ এবং আত্মবিশ্বাস বাড়াতে উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
এইচআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।