ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্মার্টফোন কিনে থাইল্যান্ড ভ্রমণে যাচ্ছে ২০ জন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
স্মার্টফোন কিনে থাইল্যান্ড ভ্রমণে যাচ্ছে ২০ জন

বাংলাদেশে স্মার্টফোনপ্রেমীদের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে হুয়াওয়ের ‘ফ্লাই টু থাই অফার’। ১ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে হুয়াওয়ের স্মার্টফোন কিনে ২০ জন গ্রাহক বিনা খরচে থাইল্যান্ড ভ্রমনের সুযোগ পাচ্ছে।

আরো ৪০ জন গ্রাহকের ভাগ্যে হুয়াওয়ে ট্যাব আর ২’শ জন পেয়েছে পাওয়ার ব্যাংক।


উল্লেখ্য, ১ এপ্রিল থেকে প্রতিদিন সৌভাগ্যবান একজন হুয়াওয়ে ক্রেতা ফ্রি থাইল্যান্ড ভ্রমন, দু’জন ক্রেতা হুয়াওয়ে ট্যাব এবং ১০ জন সৌজন্যমূলক পাওয়ার ব্যাংক পেয়েছেন। এছাড়াও ১০ হাজারের বেশি টাকার হ্যান্ডসেটের সঙ্গে লিওনেল মেসি টি-শার্ট।

অফারটি এপ্রিল মাস জুড়েই চলবে, তাই হুয়াওয়ে হ্যান্ডসেট কিনে যে কেউই হতে পারেন সম্ভাব্য ‘ফ্লাই টু থাই’ অফার বিজয়ী।

রাজধানীর যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটির হুয়াওয়ে এক্সপেরিয়েন্স সেন্টারসহ সারাদেশের ৬৪টি জেলার রিটেইল আউটলেট ও ব্র্যান্ড শপগুলো থেকে অফারটি উপভোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।