ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘নাইট ভিউ মনিটর’ দেশে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
‘নাইট ভিউ মনিটর’ দেশে ‘নাইট ভিউ মনিটর’

দেশের বাজারে ২২ ইঞ্চি ফুল এইচডি ‘নাইট ভিউ’ মনিটর নিয়ে এলো স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ। বিশেষকরে যারা রাত জেগে পড়াশোনা করেন তাদের কথা বিবেচনা করেই এক্সক্লুসিভ মনিটরটি ডিজাইন করেছে স্যামসাং।

এক্সক্লুসিভ নাইট মোড ফিচার সমৃদ্ধ এই মনিটর ব্যবহারকারীরা সাচ্ছন্দ্যে পড়াশোনা করার পাশাপাশি চোখকেও রাখতে পাবেন নিরাপদ। কারণ ‘আই রেস্ট মোড’  মনিটরের নীল আলোর পরিমাণ কমিয়ে চোখকে প্রশান্তিতে রাখে। এছাড়া কর্মস্থলে কম আলো থাকলেও এর ফিক্সড, অ্যাডজাস্ট্যাবল এলইডি লাইট আলোর পরিমাণ বাড়িয়ে ব্যবহারকারীকে কর্মক্ষম করে।

এক্সক্লুসিভ ডিজাইন আর অনন্য ফিচারের সমন্বয়ে নির্মিত নাইট মোড মনিটরের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে কিবোর্ড লাইট যা নিচে থাকা এলইডি লাইটের মাধ্যমে কিবোর্ড এবং ডেস্ক আলোকিত করে।

৯ হাজার ৮০০ টাকায় পাওয়া যাবে মনিটরটি। প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস্ লিমিটেডের সকল অনুমোদিত শোরুম থেকে ৩ বছরের ওয়ারেন্টিতে ডিভাইসটি কেনা যাবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।