ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গাজীপুরে গ্রামীণফোনের এসএমই সেবা শুরু

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
গাজীপুরে গ্রামীণফোনের এসএমই সেবা শুরু

গাজীপুর: দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন গাজীপুরে এসএমই সেবা শুরু করেছে।

এ উপলক্ষে মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) মহানগরের মা-মনি কমিউনিকেশনে এসএমই সেবার নতুন অফিসের উদ্বোধন করা হয়।

এ সময় গ্রামীণফোনের গাজীপুরের এসএমই পার্টনার মা-মনি কমিউনিকেশনের করপোরেট অফিসে দু'পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব এসএমই ফেরদৌস আলম, হেড অফ রিটেইল চ্যানেল, ঢাকার চৌধুরী সবুক্তগীন রফিক, হেড অব এসএমই ঢাকা সার্কেলের নাসিমুল ইসলাম ও সিনিয়র টেরিটরি ম্যানেজার আরিফুল ইসলাম এবং মা-মনি কমিউনিকেশনের পক্ষে ছিলেন মোহাম্মদ জাকারিয়া, এমএ কবির ও জাহিদুর রহমান বকুলসহ কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান, কল-কারখানা, সেবামূলক প্রতিষ্ঠান ও করপোরেট প্রতিষ্ঠানকে সব ধরনের সেবা ও পণ্য, যেমন স্ক্র্যাচ কার্ড, ফ্ল্যাক্সিলোড, বিল-পে, জিপি ব্র্যান্ড হ্যান্ডসেট, সিম ইত্যাদিসহ ভ্যালু অ্যাডেড সার্ভিসের সব সেবা গ্রামীণফোনের পক্ষ থেকে দিবে মা-মনি কমিউনিকেশন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
আরআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।