ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৯ ‌অক্টোবর থেকে তিন দিনব্যাপী ডি‌জিটাল ওয়ার্ল্ড সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
১৯ ‌অক্টোবর থেকে তিন দিনব্যাপী ডি‌জিটাল ওয়ার্ল্ড সম্মেলন

ঢাকা: আগামী ১৯ অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড সম্মেলন। এতে ৪০টি মন্ত্রণালয় তাদের কার্যক্রম তুলে ধরবে।


 
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর পর্যন্ত।
 
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ডিজিটাল ওয়ার্ল্ড উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।  
 
অর্থমন্ত্রী বলেন, ই-পেমেন্টের ক্ষেত্রে আমরা অনেক অগ্রসর হয়েছি। আরও বেশি অগ্রগতি অর্জনের জন্য সব মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।

সম্মেলনের ভ্যেনু নিয়ে সন্তোষ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, এবার আর জায়গার অভাব হবে না। যত বেশি স্টল আসুক জায়গা দেওয়া যাবে।

এর আগে সকাল সাড়ে ১০টায় ডিজিটাল ওয়ার্ল্ড উপদেষ্টা কমিটির বৈঠক হয়।  
 
ভিশন ২০২১ এর লক্ষ্য অর্জন, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা প্রদর্শন এবং তথ্য প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশ ও সংশ্লিষ্ট খাতের প্রতিষ্ঠান, ব্যক্তি বা নেতারা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ সম্মেলনে অংশগ্রহণ করে তাদের অভিজ্ঞতা এবং মতামত তুলে ধরবেন।  
 
ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ উপলক্ষে ৮টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে উদ্বোধনী, সমাপনী, ইভেন্ট ব্যবস্থাপনা ও প্রদর্শনী উপ-কমিটি, অভ্যর্থনা, প্রটোকল ও লজিস্টিক উপ-কমিটি, সেমিনার ও কর্মশালা উপ-কমিটি, যোগাযোগ ও প্রকাশনা উপ-কমিটি, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ক উপ-কমিটি, ফিন্যান্স ও স্পন্সরশিপ উপ-কমিটি, স্বাস্থ্য উপ-কমিটি, নিরাপত্তা/প্রটোকল উপ-কমিটি।
 
সম্মেলনে যা থাকছে
সফটওয়্যার শোকেসিং, ই-গভর্নেন্স এক্সপোজিশন, মোবাইল ইনোভেশন, ই-কমার্স এক্সপো, স্টার্টআপ জোন। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট ১২টি সেমিনার অনুষ্ঠিত হবে।
 
থাকবে মেগা সেমিনার/কনফারেন্স; মিনিস্টিরিয়াল/ডেভলপমেন্ট পার্টনারস কনফারেন্স, আইসিটি ক্যারিয়ার ক্যাম্প, আইসিটি এডুকেশন সম্মেলন।  
 
এবারের সম্মেলনের স্লোগান, ‘নন-স্টপ বাংলাদেশ’ বা বাংলাদেশ থেমে থাকবে না। সরকারের আইসিটি বিভাগ সম্মেলনের আয়োজক হিসেবে থাকছে। এতে ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৮৮ লাখ টাকা। দেশি-বিদেশি ৩ লাখ দর্শনার্থী সম্মেলনে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
 
অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, রেলপথ মন্ত্রী মুজিবুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসিস এর চেয়ারম্যান মোস্তফা জব্বার প্রমুখ।  
 
বৈঠকের শুরুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশের সক্ষমতা বিশ্বের কাছে তুলে ধরতেই সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

***ভোট কারচুপি রোধে ‘ডিজিটাল ভোটিং করার প্রস্তাব’
 
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬/আপডেট: ১৩১৮ ঘণ্টা
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।