ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সজীব ওয়াজেদ জয়কে বিসিএস টেলিকম সমিতির অভিনন্দন

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
সজীব ওয়াজেদ জয়কে বিসিএস টেলিকম সমিতির অভিনন্দন সজীব ওয়াজেদ জয়

ঢাকা: ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচির জন্য ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পাওয়ায় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (টেলিকম) সমিতি।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী হাম্মাদ মুজিবের পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।

এতে আরও বলা হয়, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) গৃহীত হওয়ার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্ন্যান্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউ হেভেন ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে প্রবর্তিত এ পুরস্কার সজীব ওয়াজেদ জয়কে দেওয়ায় প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক ধন্যবাদ।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্বে এবং তার সন্তান ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দূরদর্শী পরিকল্পনায় ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় উন্নত দেশে পরিণত হবে। আর এর মাধ্যমেই পূরণ হবে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।