ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইয়াহুর অসাবধানতায় হ্যাকিং, গ্রাহকের মামলা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
ইয়াহুর অসাবধানতায় হ্যাকিং, গ্রাহকের মামলা

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ইয়াহু জানায়, তাদের প্রায় ৫০ কোটি গ্রাহকের তথ্য চুরি করেছে হ্যাকাররা। হ্যাককৃত তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকের নাম, ই-মেইল ঠিকানা, মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড।

আর এ ঘটনাটি ২০১৪ সালে ঘটেছে বলে দাবি করে ইয়াহু।

সাইবার ইতিহাসের অন্যতম বড় এই কান্ডের পর বিষয়টিকে ইয়াহুর অযত্ন আর অবহেলার ফল হিসেবেই দেখছে ইয়াহু মেইল ব্যবহারকারী গ্রাহকরা। আর তাই যথারীতি ক্যালিফোর্নিয়ার স্যান হোজে আদালতে মামলা দায়ের করেছেন একজন গ্রাহক।

রোনাল্ড সোয়ার্জ নামের ওই গ্রাহক, সব গ্রাহকের পক্ষে এই মামলা দায়ের করেন।

হ্যাকিংয়ের ঘটনা স্বীকারের মাত্র একদিন পরেই এই মামলা দায়ের করা হয় বলে জানায় রয়টার্স।

এদিকে মামলার বিষয়ে প্রতিষ্ঠানে এখনো কোনো আলোচনা হয়নি বলে রয়টার্সকে জানিয়েছে ইয়াহুর একজন মুখপাত্র। আর হ্যাকিংয়ের ঘটনা স্বীকারের দিন থেকেই ইয়াহু অভিযোগ করে আসছে, এই ঘটনার পেছনে অবশ্যই রাষ্ট্রীয় মদদ রয়েছে। তবে অভিযুক্ত রাষ্ট্রের নাম কি, সে বিষয়ে খোলাসা করেনি কিছু।

শুধু ঘটনাটিকে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলার ঘটনা উল্লেখ করে ইয়াহু জানিয়েছে, সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা ঘটনার তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬

এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।