ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাধ্যের মধ্যে সেরা নোটবুকটি খুঁজে নিন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
সাধ্যের মধ্যে সেরা নোটবুকটি খুঁজে নিন

প্রযুক্তির বাজারে ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটারের পাশাপাশি নোটবুকের প্রতিও ক্রেতা চাহিদা বেশ। অফিসিয়াল অথবা অন্য কোনো কাজে যাদের ঘরের বাহিরে প্রতিনিয়ত ল্যাপটপ অথবা ডেস্কটপের প্রয়োজন পরে সেই চাহিদা মেটায় নোটবুক।

তাই দিনকে দিন এ পণ্যটির গুরুত্ব বাড়ছে।

বলার অপেক্ষা রাখে না যে নোটবুক মাপে ছোট এবং হালকা হওয়ায় যে কোনো স্থানে বহন করা খুব সহজ।    

তবে যে কোনো পণ্য কেনার আগে যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে। তাছাড়া বেশিরভাগ ক্রেতারা ভালমানের একটি পণ্য সাশ্রয়ে কিনতে আগ্রহী।

রাজধানীর আইডিবি ভবন ও মাল্টিপ্লান সেন্টার সহ  কয়েকটি প্রযুক্তিপণ্যের বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে ক্রেতারা বিশেষকরে নোটবুক কেনার সময় একটানা দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং সুন্দর ডিজাইনে বেশী গুরুত্ব দিচ্ছেন। তবে আকারে ছোট নোটবুকের চাহিদা মাস কয়েক আগেও বেশ ভালো ছিল, এখন কিছুটা কম।

বর্তমানে ভাল ব্র্যান্ড, মান এবং সাধ্যের মধ্যে যারা নোটবুক কিনতে চাচ্ছেন, তাদের জন্য কয়েকটি নোটবুকের তথ্য বাংলানিউজের পাতায় তুলে ধরা হলো। যা কেনাকাটাকে সহজ করতে সহায়ক হবে।

ডেল ইন্সপাইরন ১১-৩১৬২
এতে রয়েছে ইন্টেল সেলেরন প্রসেসর, ৪ গিগাবাইট ডিডি আর৩ র‍্যাম সহ ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক । ইন্টেল এইচডি গ্রাফিক্স, ডিসপ্লে ১১.৬ ইঞ্চি ,এইচডি ওয়েব ক্যামেরা, ব্লুটুথ,ওয়াইফাই সহ প্রয়োজনীয় বৈশিষ্ট্য  । এই নোটবুকটি  ৫ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ দিতে সক্ষম। ওজন মাত্র ১.৫ কেজি । বর্তমান বাজার মুল্য  ২৩ হাজার টাকা, সাথে পাচ্ছেন ২ বছরের বিক্রয়োত্তর সেবা।    

আসুস এক্স৪৫৩এসএ
ইন্টেল সেলেরন এন৩০৫০ প্রসেসর, ২ গিগাবাইট র‍্যাম সহ ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ইন্টেল এইচডি গ্রাফিক্স এর অন্যতম বৈশিষ্ট্য। ১৪ ইঞ্চি ডিসপ্লের এ পণ্যে রয়েছে ওয়েব ক্যামেরা,ওয়াইফাই,ল্যান,ব্লুটুথ। ব্যাটারি চলবে ৪ ঘন্টা পর্যন্ত । ওজন ১.৭০ কেজি। বর্তমান  বাজার মুল্য ১৯ হাজার ৯‘শ টাকা, সাথে থাকছে ২ বছরের ইন্টারন্যাশনাল বিক্রয়োত্তর সেবা।    

ডেল ইন্সপাইরন ৩১৬২
১১.৬ ইঞ্চি ডিসপ্লের ইন্সপাইরন ৩১৬২‘তে রয়েছে ডুয়াল কোর প্রসেসর, ৪ গিগাবাইট র‍্যাম সহ ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ।   এছাড়াও রয়েছে, ইন্টেল এইচডি গ্রাফিক্স , ওয়েব ক্যামেরা,ওয়াইফাই,ল্যান,ব্লুটুথ সহ আরো সুবিধা। ৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ক্ষমতার এই নোটবুকের ওজন ১.১৮ কেজি। বাজার মুল্য ২৪ হাজার  টাকা, থাকছে ২ বছরের বিক্রয়োত্তর সেবা।          

এসআর এসপায়ার  ইএস ১-১৩১
এতে রয়েছে ইন্টেল পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসর, ৪ গিগাবাইট র‍্যাম সহ ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক। এছাড়াও রয়েছে ১১.৬ ইঞ্চি ডিসপ্লে, শেয়ার্ড গ্রাফিক্স, ওয়াইফাই,ব্লুটুথ ইত্যাদি। ব্যাটারি চলবে ৭ ঘন্টা পর্যন্ত। ১ বছরের বিক্রয়োত্তর সেবার এ পণ্যের বাজার মুল্য ২৫ হাজার টাকা।      

লেনোভো আইডিয়া প্যাড ১০০এস
এতে রয়েছে ইন্টেল এটম প্রসেসর,২গিগাবাইট র‍্যাম সহ ৩২ গিগাবাইট ইএমএমসি হার্ডডিস্ক । ডিসপ্লে ১১.৬ ইঞ্চি সাথে আরো থাকছে ওয়াইফাই,ব্লুটুথ,ওয়েব ক্যামেরা,ইন্টেল এইচডি গ্রাফিক্স। মাত্র ১ কেজি ওজনের এই নোটবুকে যুক্ত রয়েছে জেনুয়িন উইন্ডোস ১০। বর্তমান  বাজার মুল্য ২০ হাজার ৫ শত টাকা। বিক্রয়োত্তর সেবা ১ বছর।       

এসআর এসপায়ার  ইএস১-৪৩১
সেলেরন ডুয়াল কোর প্রসেসরের এই নোটবুকের ৠাম ২ গিগাবাইট, হার্ডডিস্ক  ৫০০ গিগাবাইট। ১১ ইঞ্চির এলইডি ডিসপ্লের এ পণ্যের অন্যান্য বৈশিষ্ট্য ইন্টেল এইচডি গ্রাফিক্স,ডিভিডি রাইটার,ওয়াইফাই,ব্লুটুথ, ওয়েব ক্যামেরা। বর্তমান  বাজার মুল্য ২৩ হাজার ৮ শত টাকা, বিক্রয়োত্তর সেবা ১ বছর।     

লেনোভো আইডিয়া প্যাড জি৫১৩৫
এতে রয়েছে এএমডি ডুয়াল কোর প্রসেসর, ৪ গিগাবাইট ডিডিআর৩ এল  র‍্যাম সহ রয়েছে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, শেয়ার্ড গ্রাফিক্স,১৫.৬ ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লে, ওয়াইফাই। ২.১ কেজি ওজনের আইডিয়া প্যাড জি৫১৩৫ এর ব্যাটারি ব্যাকআপ  ৪ ঘন্টা। বাজার মুল্য ২৫ হাজার টাকা, বিক্রয়োত্তর সেবা ২ বছর।      

ডেল ইন্সপাইরন ১৪-৩৪৫২
সেলেরন প্রসেসর এন৩০৫০ নোটবুকটির ৠাম ২ গিগাবাইট, হার্ডডিস্ক ৫০০ গিগাবাইট। ১৪ ইঞ্চির ডিসপ্লেযুক্ত পণ্যটির অন্যান্য বৈশিষ্ট্য শেয়ার্ড গ্রাফিক্স,এইচডি ওয়েব ক্যামেরা, ওয়াইফাই। ৪ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সক্ষমতার ডেল ইন্সপাইরন ১৪-৩৪৫২
এর বাজার মুল্য ১৯ হাজার ৫ শত টাকা, বিক্রয়োত্তর সেবা ২ বছর।          

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এমআইটি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।