ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কোয়ালিটি সার্টিফিকেশন বিষয়ে চুক্তি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
কোয়ালিটি সার্টিফিকেশন বিষয়ে চুক্তি কোয়ালিটি সার্টিফিকেশন বিষয়ে চুক্তি

বাংলাদেশের IT/ITeS সেক্টরের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কালিয়াকৈর হাই-টেক পার্ক (এবং অন্যান্য হাই-টেক পার্ক) এর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তাদের বিভিন্ন সার্টিফিকেশন অর্জনে সহায়তা দিয়ে আসছে।
 

তারই প্রেক্ষিতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ সভাকক্ষে সম্প্রতি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগমের উপস্থিতিতে কালিয়াকৈর হাই-টেক পার্ক (এবং অন্যান্য হাই-টেক পার্ক) এর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এ এন এম সফিকুল ইসলাম ২৪টি আইটি প্রতিষ্ঠানের সাথে Quality Certification বিষয়ে চুক্তি সাক্ষর করেন।

২৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩টি ISO 9001, ৩টি ISO 27001এবং ৮টি Capability Maturity Model Integration(Level-3) সার্টিফিকেট অর্জন করবে।

উল্লেখ্য, এসকল সার্টিফিকেশনের ব্যয়ভারের ৭৫ শতাংশ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ বহন করবে।

এসব সার্টিফিকেশনের মাধ্যমে আইটি কোম্পানিগুলোর সক্ষমতা বৃদ্ধি হবে যা বিশ্ববাজারে তাদের প্রবেশের ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।